অস্বস্তিতে গিলে ফেলছে সব স্বস্তি,
হাহাকার আর না পাওয়ার বেদনা বেশি।
উড়ছে ধুলা বাড়ছে কাশি;
হাপানি-এ্যাজমা রুগি রাশি রাশি।
ধুলায় ধূসর ধুকছে মানুষ,
আপন স্বার্থে সবাই বেহুশ।
বাড়ছে বাতাসে দূষণের মাত্রা,
জ্বর-সর্দি-কাশি বাড়ছে রোগের মাত্রা।