দীর্ঘ বিরতির পর লিখছি,
আমি লিখছি কবিতা
ছন্দ আর গানের মোহবন্ধনে,
দীর্ঘ বিরতির পর।
সেই থেকে হাতের অক্ষমতার কারণে,
হাড় ভাঙ্গা এক দুঃসহ বেদনা
অসহ্য যন্ত্রনা।
সাদা সাদা প্লাস্টারে বাঁধা; গলায় ঝুলানো,
কব্জিতে বাঁধা ডান হাত।
সেই হাড় ভাঙ্গার ইতিহাস
সবাই করত উপহাস।
বৃদ্ধাঙ্গলি ছিল টনটন, নিত্য যাওয়া আসা।
কেউ বোঝে না, কষ্ট বেদনা।
জানি না কোন অপরাধে,
কোন পাপে!
দীর্ঘ বিরতির আবার লেখা।
( ২১ মার্চ ২০০৯ )