স্বাধীনতার দীপ্ত মশাল
নব জাগরণে রূপকথার গল্প বলা,
বিশ্ব সভায় মাথা উঁচু করে কথাবলা।
স্বাধীনতার দীপ্ত মশাল
আলোর ঝরনা ধারা সোনালী প্রভাত,
বাংলার বুকে (মা-জননীর) করো না আঘাত।
বঙ্গবন্ধু আর স্বাধীনতা
শব্দ দু’টি জমজ এবং সমর্থক,
বীর শহিদেরা মুক্তির আলো।
তাঁরা জাতিকে করেছে স্বার্থক।
স্বাধীনতার দীপ্ত মশাল
জ্যোতির্ময় বাংলাদেশের বীরের দ্যুতি,
বাংলার ইতিহাসে তাঁরা ছড়িয়েছে সুখ্যাতি।