স্বাধীন বাংলায় স্বপ্নের পথচলা
মুক্ত নব জীবনের কথামালা।
স্বাধীনতার দীপ্ত মশাল আমদের স্বপ্নেরখনি
আমাদের স্বদেশ, জনগণ আর ভাষা
আমাদের নয়নমণি।
স্বাধীনতার দীপ্ত মশাল
নতুন দিনের নতুন স্বপ্ন,
মুক্তমনে বিহঙ্গে ডানা মেলে উড়া
লাল-সবুজের বুকে প্রজাপতির খেলা করা।