কালের পরিবর্তনে আমাদের
     যুব সমাজই জাতির সাহসী অভিযাত্রী,
স্বাধীনতার দীপ্ত মশাল
     জয় বাংলা নিপীড়িত জনতার কণ্ঠস্বর।
তেজোদীপ্ত বিপ্লবী চেতনা
সত্য ন্যায়ের পথে জাতিকে করে স্বনির্ভর,
আমাদের স্মৃতিতে ভরা প্রাপ্তিতে সেরা
                 বঙ্গ জননীর রঙে ভরা দেশ।