শাশ্বত আলো জ্বালিয়ে
     অগ্রযাত্রাকে গতিশীল করো কর্ম দিয়ে,
তরুণ-তরুণী যুব সমাজ জাগলে
       গোটা দেশ জাতে জাগবে সব ভুলে।
স্বাধীনতার দীপ্ত মশাল
     শতবাঁধা পেরিয়ে আলোর পথের যাত্রী,
কালের পরিবর্তনে আমাদের
      যুব সমাজই জাতির সাহসী অভিযাত্রী।