স্বাধীনতার দীপ্ত মশাল
          সাহসী, উদ্যমী প্রগতিশীল,
মুক্তবুদ্ধিতে যুগোপযোগী
    স্বদেশকে রাখে সর্বদা গতিশীল।
স্বাধীনতার দীপ্ত মশাল
           যুগের চাহিদায় ডিজিটাল,
সজাগ থাকো বাঙালি
        ষড়যন্ত্র চালাবে ওরা কুচক্রী।