স্বাধীনতার দীপ্ত মশাল
জ্বলছে বাংলার উজ্জ্বল আকাশে,
দীপ্ত মশাল জ্বলছে স্বাধীন দেশে
        আমার প্রিয় বাংলাদেশে।
বীরের বেশে রূপের দেশে
   আছে বাংলায় মমতায় মিশে,
আলোর পথের যাত্রী
    আমাদের আলোর দিশারী।