দীপ্তিময় আলোয় তাকিয়ে
খুশিতে মাতোয়ারা পৃথিবী,
বন মরুভূমি শস্যক্ষেত্র ছাপিয়ে
পাহাড় পর্বত সাগর নিয়ে ভাবি।
দু’চোখে বিশ্বাসের আলো
স্বপ্নগুলো ছুঁয়ে দেয় বাস্তবে,
জীবনের মান-মন্দিরে দীপ জ্বালো
অনন্তকাল প্রভা ছড়াবে।
জেগে ওঠো জীবনের শঙ্কা-ভয় ভুলে
শিহরণ জাগাও নিত্য নব কাজে,
দেখবে তোমার কাজে জাতি উঠবে দুলে
জীবন যুদ্ধে তুমি জয়ী হবে প্রতি কাজে।
চোখ ধাঁধানো চাকচিক্য দূরে ঠেলে
স্বপ্নকে বাস্তবে আনো দীপ্ত আলোয়,
সে আলোয় পথ চলো দলে দলে
সম্মান ঐশ্বর্য্যে জ্যোতি ছড়াবে সে আলোয়।
(২২ এপ্রিল ২০১২)