স্বচ্ছতা শুভ্রতা অনিন্দ সুন্দর স্রষ্টার আর্শিবাদ,
জীবনকে আবিষ্কার করো, ভুলে যাও সংঘাত।
বেদনা সহ্য করে জীবনকে আবিষ্কার করতে হয়,
বেদনার অনুভব স্নায়ুর অবসাদ সে ভালোবাসায়।
দীর্ঘ যুগ যুগ চাপা পড়ে কাঠ হয় খনির কয়লা,
সুদীর্ঘ কালের খনির কয়লা হীরক খণ্ডের দলা।
অসহ্য যন্ত্রণা সহ্য করে ঝিনুকে জন্মায় মুক্তা,
জীবনে ধৈর্য্য ধরে, চেষ্টা করলে তুমি হবে উপযুক্ত।
তুমি হবে মুক্তা, তুমি ছড়াবে হীরক দ্যুতি,
সে দ্যুতিতে বিশ্ব হবে আলোকিত, কাটবে ভীতি।
শান্তির মিছিলে, প্রভাত ফেরিতে তোমার জয় গান,
সত্যের দ্যুতি ছড়াবে বিশ্বময়, জাগবে বিশ্ব প্রাণ।