ক্লান্ত নির্বাক, একান্ত নীরব ধ্রুপদ নিঃশ্বাস;
রুক্ষতা ছাড়িয়ে সতেজ আলোয় বসবাস।
এগিয়ে চলেছি অশান্ত রূপের মাতাল পথে,
লোলুপ ঈর্ষায় সম্মোহিত বুঁদ তার সাথে।
জলবর্তী মেঘদল ভূমির আলিঙ্গন ক্রমন্বয়ে,
মাটির চুম্বনে প্রেম হাসে ধ্রুপদ নিঃশ্বাসে।
প্রিয়তমার আরাধ্য সবই দাসত্বমনের সত্তা!
উজাড় করে ভালোবাসে নীরবে দেহ আত্মা।
মর্মে মর্মে দোলে স্মৃতিবাহী মিলনের ঐক্যতান,
আলোভরা জীবন ধ্রুপদ নিঃশ্বাস বাঁচায় প্রাণ।
অন্যমনস্ক জীবন প্রবাহ বিস্ফোরণ যৌবন
চাকচিক্যের মাঝে তরুণ-তরুণীর বাড়ন্ত ভূবন।
স্মৃতিবাহী শব্দ ছুটে আসে সুখস্পর্শের বিশ্বাসে,
ক্লান্ত নির্বাক জীবনে ভরসা ঐ ধ্রুপদি নিঃশ্বাসে।
(৩১ আগস্ট ২০১২)