ধিকিধিকি জ্বলে বুকে পিপাসার্ত মায়ায়
বাতায়ন নড়ে ওঠে উড়ন্ত চুলের ছায়ায়।
শেকড়হীন শতমূল আজ ঘূর্ণির যাদুতে
দূরাত্মার হাসি মায়াবি রাতে!
রূপসীদের হাট মধু উৎসবে,
হতাশার সুর চৈত্র- বৈশাখ সংঘাতে।
ধিকিধিকি জ্বলে বুক অব্যক্ত বেদনার কষাঘাতে!
মরুঝড়ে কাঁপি প্রলোভন ঠেকাতে।
চেয়ে থাকি আজও বিষণ্ন বদনে!
ঘোর অমানিশা দুঃস্বপ্নের প্রেমকাননে।
আক্রান্ত, অস্থির চাহনির দীপ্ত জাগরণে
চৌচির তব যোগ-বিয়োগের শূন্যতায়।
ধিকিধিকি জ্বলে বুক অম্লান স্মৃতির জ্যোতিতে!
প্রভাত ফেরির আল্পনা আঁকা তুলিতে।
রাত জাগা পাখি কিংবা নিশিথ কুহকের শব্দে
জেগে উঠি কেউ এলো বুঝি এই!
গিরি সংকটে আজও থাকি জানালায়;
সবুজ বসন্তে পাতা ঝরে, আমি শুনি আর্তনাদ।
সন্ধ্যাবেলায় সাঝবাতি জ্বলে
নিশিথে কাঁপে থরথর,
ধিকিধিকি জ্বলে হৃদয় আমার
এ ঘর যে হিসাব নিকাশে জ্বলে দ্বিগুন,
ধিকিধিকি জ্বলে বুকে প্রেম বন্তের আগুন।