ধিকিধিকি জ্বলে ফের যদি দেখা হয়,
                     কালের গ্রাসে জয় থেকে ক্ষয়।
অদৃশ্যের হৃদয় বৃত্তের চঞ্চলতায়
                 অস্তিত্বে বিধৃত সমুদয়।
তপোবন ভাঙ্গে তাপস্যের মহাত্রাসে
                 ধিকিধিকি জ্বলে বুক তারই গ্রাসে।
যৌবন জীবনের উদয়াস্ত ঋতুচক্রের পাকে,
স্বর্গের ঝড়ে কী আঁধার তবু ঐজ্জ্বল্য বাকে বাকে।
অনন্ত শূন্যতা স্বপ্ন আর আশা ভাসা ভাসা
             ক্লান্ত দুপুরে যদি পাই একটু আশা ।
সর্বত্রই পিছুটান মন
কী দারুণ মানবিক পণ!
ধিকিধিকি জ্বলে বুক , মাঝরাতে অন্তঃপুরে
            নীল নয়নে তারই ছবি ভাসে ঘুরে ঘুরে,
তন্ত্রমন্ত্রের অরক্ষ কাননে।
কামিনীর সৌরভ আসে বাতায়নে ক্ষণে ক্ষণে।
উদাসী তন্দ্রার জাগরণে নিরুত্তর
            লজ্জা-শঙ্কায় কাঁপি আতঙ্কে থরথর।
ধিকিধিকি জ্বলে হৃদয় বৃত্তের মহিমায়
                        অপরূপা সুন্দরী প্রতিমা।
আলো ঝলমল উৎসব প্রাঙ্গণে দাঁড়িয়ে
       আকস্মাৎ তৃষ্ণার্ত দৃষ্টি বিনিময়
                        লিপিবদ্ধ শব্দের ভাষায়!
জয় থেকে ক্ষয়! নাকি ক্ষয় থেকে জয়!
আদিগন্ত জ্বলে ধূধূ মরীচিকা!
    স্মৃতি বেদনার হৃদয় বৃত্তে আহ্ কী স্নিগ্ধত্!



(আগামী কাল শেষ পর্ব।)