উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া
উন্নয়ন তার নিজস্ব গতিতে চলে,
দুর্নীতি যখন সমস্ত কর্মকাণ্ডে
বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়ে
উন্নয়ন তখন আদর্শ চ্যুত হয়।
উন্নয়ন সর্বক্ষেত্রে বাঁধাগ্রস্থ হয়।
উন্নতি তার গতি হারায়, করে হায় হায়!
দুর্নীতি উন্নয়নকে গ্রাস করে ফেলে,
সমাজ আটকে পড়ে তারই কৌশলে।
যতই প্রচার চালাক
উন্নয়ন তার নিজস্ব গতিতে চলে,
লোক দেখানো সবাই বলে কথার ছলে।
সমাজ-রাষ্ট্র যদি দুর্নীতির কবলে পড়ে!
রাষ্ট্রীয় কাঠামো হয়ে যায় নড়বড়ে।
রাষ্ট্রের চেয়ে ব্যক্তির হয় অসম্ভব উন্নতি!
সরকারের কোষাগারে দেখা দেয় ঘাটতি।
উন্নয়ন হারায় তার নিজস্ব গতি,
রাষ্ট্রের উন্নতি লাগাম টেনে ধরে দুর্নীতি!
সেই সাথে যোগ হয় আমলাতান্ত্রিক জটিলতা,
আমলাদের আর চাঁদাবাজীর চাঁদার ব্যপকতা।
উন্নয়ন আর উন্নতি ঝিমিয়ে পড়ে গতিপথ,
বিনিয়োগ চলে যায়, কাজে থাকে না সৎ।
সরকারের থামিয়ে দেয় উন্নয়নের গতি,
রাষ্ট্রকে পরিচালনা করে তখন দুর্নীতি।
জাগো সরকার! জেগো দেশপ্রেমি জনতা!
আমলা-প্রশাসন দুর্নীতির কাছে হারায়ো নাসততা।
জনতা তোমরা টাকা দিয়ে লোভ ধরায়ো না,
তখন দেখবে, দেশ-জাতি-ব্যক্তির
উন্নতির কতো উজ্জ্বল সম্ভাবনা।
বিনিয়োগ আসবে দেশে,
তুমিও বিনিয়োগ করবে হেঁসে।
(২৮ নভেম্বর ২০১১)