সামাজিক অবক্ষয়, সমাজের প্রতিচ্ছবি;
সামাজিক, রাজনৈতিক চেতনার ডোবে রবি!
সমাজ অন্ধগলির দূষণে দূষিত,
রাজনৈতিক প্রভাবে প্রভাবিত বিস্তৃত।
পরগাছা-আগাছার মতো ছেয়ে গেছে ,
নৈতিক মূল্যবোধের অবক্ষয় তার পিছে।
সমাজ ও সামাজিক অবক্ষয় রোধে
সৎ, নৈতিক আদর্শের নাগরিক দরকার,
অবক্ষয়ের বেড়াজালে আচ্ছাদিত প্রভাকর।
সুশিক্ষা ছাড়া মনুষত্ব অর্জন সম্ভব নয়,
নাগরিক মূল্যবোধই ঠেকাতে পারে অবক্ষয়।
মস্তিষ্কে স্থান দাও নির্মল চিন্তা-চেতনা,
মস্তিষ্ক কখনো অলস রেখো না।
ধ্রুবতারার মতো বিবেক উজ্জ্বল করো,
আদর্শ নাগরিকের মতো বিবেক জাগ্রত করো।
(১৬ আগস্ট ২০১৩)