মা যে আমার মমতাময়ী মা,
আদর-স্নেহে ভরা প্রিয় মা,
মায়ের সাথে আর যে কোন
কিছুরই তুলনা হয় না।
আদর মাখা মধুর সুরে ডাকত
আমায় সারাটি বাড়ি ঘুরে,
যেন আমি পথ হারিয়ে দূর
অজানায় যাই নে কোথাও দূরে।
এই ধরাতে সবচেয়ে তাই
মা যে আমার হৃদয়ময়ী,
সকল কালের সকল সময়
মা যে আমার আলোকময়ী।
মা, তোমাকেই বড্ড বেশি
ভালোবাসি এ জীবনের চেয়ে,
ছোট্ট বেলায় কষ্টে থেকে, আমায়
রাখতে আদর সোহাগ দিয়ে।
মায়ের মুখ স্বর্গের সুখ, জগতের মুখ,
দেখলে হৃদয় ওঠে দুলে,
দূরে থেকেও মনে পড়ে, তোমার
আদর সোহাগ যাই না ভুলে।
মা যে কষ্টের মাঝে সুখ
ভালোবাসার আনন্দের প্রিয়মুখ,
মায়ের মন আদর মমতায় সেরা
সন্তানের মুখ মায়ের প্রিয় সুখ।
(০৭ ডিসেম্বর ২০১০)