তবু সে নারী। বাস্তব ভীড়ে। স্মৃতি সূত্রে
বিদ্যুৎ রেখা জ্বলজ্বল করে দু’চোখ একত্রে।
রৌদ্রমাখা আলোর শেষ অবধি যত,
রমণীর চোখে জল কত?
মধু যামিনীর খবর কে জানে!
আকাশ মেঘে কত জল তা কে জানে?
উত্তরী মেঘ, মহাকবি কালদাসের প্রেমিক ভাষা।
নারীর দৃষ্টিসীমা অসীম, কোমল হৃদয়ের ভালোবাসা।
স্মৃতিতে রাখা, ছায়া সমতল। লাজে মরে শরমে;
সে প্রেমিক খোঁজে, চাহনি তার বিরহ প্রেমে।
চোখে তার অজস্র প্রশ্ন চাহনি চমৎকার,
আনমনে কি যেন খোঁজে? নীরবে বারবার!
জ্যোৎস্নায় খোঁজে, অন্ধকারে ভয়!
দূর দৃষ্টিতে চেয়ে থাকে জানালায়,
ক্যানভাসে তার অসীম মেঘদল উড়ে উড়ে চলে,
স্মৃতিস্নিগ্ধ আষাঢ় সন্ধ্যায় অভিমানে কাঁদে মেঘদলে।
টলমল জলে লাজুক বদনে চাহনি তার চমৎকার,
দিনের ক্লান্তি শেষে বিরহ প্রেম খোঁজে বারবার।
(২২জুন ২০০৯)