ক্ষুধার আন্দোলনে ব্যর্থ মিছিলে ডুব দেয় ঝলসানো চাঁদ,
মাতাল নেশায় পথ বনিতার বিচরণ নগরীতে অবাধ;
নিদ্রাহীন ক্লান্তির রাত্রিযাপনে ঘোরে,
অভিশপ্ত নগরীর দোরে।
হৃৎপিণ্ডের গোঙ্গানিতে অভিশপ্ত নগরীতে জ্বলে ওঠে ভোর,
প্রতিবাদহীন নিয়তির তন্দ্রায় বিভোর মেনে নেয় জোরে;
নগরীর সুদিন আলোক বর্ষ দূরে,
কর্ম ছাড়া কথায় কি ভাগ্য ফেরে!