অভিশপ্ত নগরীর ভাগ্যাকাশে বিজলীর ঝলকানি,
শাণিত কথামালার আচরণ প্রতিবাদ তখনই।
ব্যস্ত নগরে বিরামহীন ছুঁটেচলা
অবেলার কালবেলা।
জীবন সায়হ্নে নির্বাক দাঁড়িয়ে হাতছানি ঐ তৃষ্ণার্ত চোখে
কষ্টের হালখাতাগুলো বিষাদ সমুদ্রে খুঁজি ডুব সাতারে।
বছরের পর বছর রক্তস্রোত বহমান,
মহাশ্মশানে অবিরাম ধাবমান।