ধবংসস্তূপের মধ্যে মৃত্যুর আর্তনাদ!
নীতিহীন লোকের অনৈতিক কাজ,
ফলে, অকালে ঝরে রাষ্ট্রের প্রাণ
স্বজনের আহাজারিতে প্রকম্পিত বাতাস!
লোভ আর উপরি অর্জনের লোভে
মানুষ নামের অমানুষগুলোর
লোভ ঢুকেছে স্বভাবে।
লাশের পরে লাশ! সারি সারি লাশ,
স্বজনের আহাজারি!
অট্টালিকার নির্মান প্রকৌশলী
অনুমোদন দেয় অর্থের বিনিময়ে,
ইট সিমেণ্ট লোহার গুনগতমান যায়
উপরি আয়ে।
নড়ে ওঠে অট্টালিকা! মুহূর্তে ধবংস্তূপ!
আকাশ-বাতাস প্রকম্পিত আর্তনাদ!
উদ্ধার করতে প্রতিবন্ধক উৎসুক জনতা।
দায়িত্বশীল ব্যক্তির নীতিহীন দায়িত্বের মমতা,
সবাই আখের গোছাতে ব্যস্ত,
উদ্ধারের নামে সেলফি।
সাভারের অদূরে রানা প্লাজা।
গার্মেণ্টস্ শ্রমিকদের মৃত্যুর ঠিকানা
ধবংসস্তূপের মাঝে বাঁচাও বাঁচাও আর্তনাদ!
বাইরে সজনের আহাজারি!
আমার সন্তান ফিরিয়ে দাও,
সান্ত¦নার নামে তদন্ত কমিটি।
অতিলোভ আর ভোগবিলাসে নীতিহীন
দায়িত্বের অবহেলা।
ভুক্তভোগি অসহায়-অবহেলিত মানুষগুলো।
(২৪ এপ্রিল ২০১৩)