বিস্ময়ে চেয়ে থাকে উৎসুক জনতা,
ক্রন্দনে ডুবে যায় চাঁদ মেঘে মেঘে।
আঁচলে মুখ ঢাকে মধ্যবয়সী মা,
দগ্ধ হৃদয়ে দীর্ঘশ্বাস বিষাদে দগদগে ঘা।
মরেনি ওমরেনি! অন্ধকার প্রকোষ্টে
একটু পানি দেবে! মৃত্যুর মাঝে কষ্টে।
তীব্র উৎকট গন্ধ! গলিত লাশের স্তুপ,
মানবতা কাঁদে, চোখ মোছে জনতা।
ভোরের আলো দেখে কেউ, কেউ নিশ্চুপ;
মা-বাবা, বউ কেঁদে কেঁদে ঘোরে।
কেউ বলে, মরেনি! পানি দাও! পানি!
লাশের খোঁজে হাসপাতাল মর্গে কাহিনী।
ঝরে যায় অকালে মহামূল্য প্রাণ ধবংসস্তুপে!
ব্যাথিত কণ্ঠে বলে, জীবিত অথবা লাশ চাই।
টাকার সাস্ত্বানা চাই না! লাশ চাই! লাশ!
মানিককে ফিরিয়ে দাও, কি নিয়ে থাকব?
কাকে নিয়ে বাঁচব! সব স্বপ্ন শেষ।
(০২ মে ২০১৩)