১৫ আগস্ট শ্রাবণ ধারায় কাঁদে,
বাংলার রাজপথ জনতার সাথে কাঁদে;
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শোকে কাঁদে।
বাঙালির হৃদয় জয় বাংলার অনুভবে কাঁদে,
সংবিধান আর বাঙালি জাতীয়তাবাদ কাঁদে।
স্বাধীনতা, গণতন্ত্র আর প্রগতিশীল শক্তি কাঁদে,
অপমান অবহেলা দমনে নির্যাতনে তাঁর শোকে কাঁদে;
বাংলার আকাশ বাতাস জল গুমরে গুমরে কাঁদে।
১৫ আগস্ট জাতি শোকে মূহ্যমান শুধুই কাঁদে,
শহীদ মিনার, স্মৃতিসৌধ, রক্তঋণ তাঁর স্মরণে কাঁদে;
বিপ্লবের কবিতা, মুক্তির কবিতা কাঁদে।
স্বাধীন শান্তিকামি হৃদয়-বিবেক কাঁদে,
বাংলার পতাকা উড়ে উড়ে থামে আর কাঁদে;
মহাননেতার শোকে সংগ্রামী জনতা কাঁদে।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” কাঁদে,
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” কাঁদে;
৩২ নম্বর বাড়িটি দেশী বিদেশী জনতা দেখে আর কাঁদে।
বাঙালি তাঁর ভগ্ন হৃদয়ে বারে বারে কাঁদে,
মহাজনতা মিছিলে ভাষণে কাঁদে;
কবির কবিতা, সাহিত্যিকের কলম কাঁদে।
কৃষক শ্রমিক জেলে তাঁতি মজুর কাঁদে,
বিশ্বমানবতার বিবেক কাঁদে।
(১৬ আগস্ট ২০১১)