বাংলার আকাশ বাতাস কাঁদে,
বাংলাভাষার বর্ণমালা কাঁদে!
১৫ আগস্ট শ্রাবণ ধারায় কাঁদে
মহামানবের শোকে কাঁদে!
গ্রাম-গঞ্জের মানুষ আজও কাঁদে,
বাংলাদেশের আকাশ বাতাস কাঁদে।
মহাননেতার শোকে স্মরণে কাঁদে।
পদ্মা মেঘনা যমুনার স্রোত কাঁদে,
তোমার আমার ঠিকানা কাঁদে;
জয় বাংলার স্লোগান কাঁদে।
মুক্তির সংগ্রামি জনপদ কাঁদে,
বাঙালির ভাষা সংস্কৃতি কাঁদে;
শাশ্বত বাংলার ইতিহাস কাঁদে।
তোমার আমার নীতি আদর্শ কাঁদে,
দেশপ্রেমি আদর্শবাদী প্রগতিশীল কাঁদে;
মুক্তচিন্তার মুক্তবুদ্ধির সুশীল সমাজ কাঁদে।
শহীদের রক্তে স্রোত বাংলার মাটি কাঁদে,
বিশ্বরাজনীতির মহেন্দ্রক্ষণ ০৭মার্চ কাঁদে;
১৬ ডিসেম্বর বিজয় দিবস কাঁদে।
লজ্জায় ঘৃণায় বিবেক কাঁদে,
সোনার বাংলা, রূপসী বাংলা, বাংলাদেশ কাঁদে!
টুঙ্গি পাড়ায় মহাননেতাকে দেখতে এসে কাঁদে।
নিভৃতে নিরবে আত্মা কাঁদে;
স্বাধীন পতাকা কষ্টে উড়ে আর কাঁদে।
শোষণ সন্ত্রাস দুর্নীতির ভয়ে কাঁদে,
ক্ষুধা দারিদ্র অনাহারে কাঁদে;
কালজয়ী মহামানবের শোকে কাঁদে!
৩২ নম্বর বুলেটবিদ্ধ বাড়িটি কাঁদে;