আলোকিত নগর ক্রমাগত ধুলোয় ধূসর,
আলোর নাচন তবু, বিচিত্র রহস্যে আচ্ছন্ন।
অদৃশ্য বিত্ত বৈভবের পিছু ছোটে সমাজ!
আলোকিত নগরকে মেধাশূন্য করাই কাজ।
স্বপ্নে বিভোর আলোর গুচ্ছ গুচ্ছ গ্রামগুলো,
ভূমিখোরদের খপ্পরে ওদের সবই গ্যালো।
বিভ্রান্তির ভাষণ অবলীলায় বলে চলে,
হৈ হুল্লা, ক্রমাগত জয়ধ্বনি রাস্তায় দলে দলে।
আলোকিত গ্রাম-নগর ক্রমাগত মেধাশূন্য!
মেঘের আড়ালে সূর্য উঁকি দেয় যত সামান্য।
মোবাইল কণ্ঠে স্বপ্নে বিভোর জাতি ক্রমাগত!
বিচিত্র নেশা, স্বয়ংক্রিয় সমাজে প্রতিনিয়ত।
দিবানিশি নেটে মোবাইল ঘাটে সময়-অসময়,
সবকিছু চলে গেছে ইণ্টারনেটে অবলীলায়।
ওয়াইফাই ফ্রি, আলোকিত শহর ক্রমাগত ধূসর!
জ্ঞান গরিমায় মেধাশূন্য, যেন ফেসবুক নির্ভর।
বিভ্রান্তির তথ্যে, গুজবে মাতে উঠতি যুব সমাজ;
কে শোনে! কার কথা, সময়ের চাহিদা যে আজ।
আধুনিকতার যাতাকলে শিক্ষিতরাই বেকারত্বের ঝাঁঝ,
অল্প শিখে ক্রমাগত পিছে ছোটে আধুনিক সমাজ।
সার্টিফিকেট পেলেই সরকারি অফিসে কাজ দাও কাজ,
ক্রমাগত বয়স শেষে দু’কূল হারায়! মোবাইল সমাজ।
আলোকিত নগর ক্রমাগত মেধাশূন্য শহর!
কারিগরি শিক্ষায় ক্রমাগত বাড়াও শিক্ষার বহর।
শিক্ষিত বেকার তৈরি করে কি লাভ রাষ্ট্র সমাজের!
হাতে কলমে শিখিয়ে মেধা বিকাশ দরকার কাজের।
স্বশিক্ষায় শিক্ষিত হও, বেকারত্বের অভিশাপ ঘোচাও;
আলোকিত গ্রাম নগর শহরে আলো ছড়াও।
(২২ এপ্রিল ২০১১)