সর্দি আর হাছিতে
             খুকখুকে কাশিতে,
বিরক্তিকর অস্বস্তিতে
ডাক্তার খোঁজ কাশি থামাতে।
গলাবুক ফুসফুসে
       দম যেন যায় কাশিতে,
শীত-ঠাণ্ডা-গরম
             আর ধুলোবালিতে
হাঁপানি, এ্যালার্জি,
        কাশি বাড়ে এমনিতে।
মৌসুমী ঠাণ্ডা হাওয়া
       সর্দি-কাশি করে ধাওয়া,
বুক ঘড়ঘড় কাশি খকখক
সবাই বলে কাশি যাচ্ছে দেখ।
কাশতে কাশতে গলাবুক ব্যথা
কাশি নয় যেন ফাটাচ্ছে বোমা।
কেউ বলে ডাক্তার দেখা
         তোর তো দেখি ‘যক্ষা’,
ডাক্তার শোনে বংশ ইতিহাস
তুই তো দেখি সিগারেট খাস্ ।
ধুমপান কমা
            কাশি করবে ক্ষমা,
প্রতিদিন তুলসিপাতা আর মধু খাবে
কিছু দিন পর কাশি এমনিতে যাবে।
      (২১ ডিসেস্বর ২০১৬)