লোকালয়ে ঢুকেছে হিংস্র লোভ অহর্নিশ,
অফিস-আদলতে ঢুকেছে দুর্নীতির বিষ।
লোভ থেকে দুর্নীতি আমাদের জীবন রথ,
নির্বিকার জনতার সামনে অন্তহীন পথ!
শুভ্রতার সন্ধানে নিসর্গ প্রকৃতির শিল্পকলা,
কৃতজ্ঞতা ফেলে কৃতঘ্ন লোভী, চতুর নেতা।
মুখে ভালোবাসে কাজ, মনেতে শতকরা হার;
প্রশাসনে ঢুকেছে পশু, অর্থের হাহাকার।
মিছিল মিটিং-এ সাফল্যের খতিয়ান অহর্নিশ,
অফিস আদালতে সর্বক্ষেত্রে দুর্নীতির বিষ।
জনগণ ভাবে দিতে হবে! নতুবা হবে না কাজ,
কর্মচারিরা ভাবে এটা তাদের অধিকার।
ঘুস ছাড়া কাজ, ভাবা যায় কি আজ!
উপরি ইনকামে কর্মচারিদের নেই লাজ।
সয়ে গেছে তাই প্রতি কাজে ঘুস দিয়ে যাই,
নতুবা প্রতিদিন যেতে হবে অফিসে, উপায় নাই।
এটাকে নাকি ফাইল চালনার স্প্রিড মানি বলে!
ঘুস থেকে লোভ, দুর্নীতি করে অভিনব কৌশলে।
ভূমি অফিস, শিক্ষা বোর্ড, বিআরটিএ অফিসে,
দালালের চক্রান্তে ঢুকতে পারবেন না বিনা ফিসে।
কর্মকর্তা-কর্মচারিরা সৎ হও আপন আপন কাজে;
দেশপ্রেমি হও, দূর করো ঘুস দুর্নীতি প্রতি কাজে।
(২১ নভেম্বর ২০১২)