ধবংসযজ্ঞ খেলছে করোনা ভাইরাস
শুধুই মিলছে আশ্বাস,
কেউ কাউকে করছে না বিশ্বাস।
এই কোভিড-১৯ মহাধড়িবাজ শত্রু।
অতিসন্তর্পণে বন্ধুবেশে দেহে প্রবেশ
নাক-মুখ-চোখ দিয়ে;
আতঙ্কিত বিশ্ব, তাই আছে ভয়ে।
অদৃশ্য ভাইরাস
গোটাবিশ্বে করছে ধবংসের খেলা
যেন মানবজাতির ত্রাস!
ভাইরাসের জীন অতিবেশী ছোঁয়াছে আর মারমুখি,
করোনার ধরণ, লক্ষণ, প্রতিরোধ ভাবিয়ে তুলছে
বিজ্ঞান বলছে একি !
করোনার জ্বরে বিশ্ব থরথর কাঁপছে ,
বিশ্বস্বাস্থ্য সংস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।
মহাবিপর্যের নিরব ধবংসলীলা।
কর্মচঞ্চল পৃথিবী জুড়ে মৃত্যুর তাণ্ডবলীলা।
ধরণী আজ অচল-নিস্তব্ধ-ভীতিকর নিরবতা,
থমকে দাঁড়িয়েছে বিশ্বমানবতা।
করোনা ভাইরাসকে কেউ বলছে জীবাস্ব জীবাণু,
কেউ বলছে, চীন বা আমেরিকা বা ইসরায়েলি জীবাণু।
চীন বলছে আমেরিকা, আমেরিকা বলছে চীন
বিশ্বস্বাস্থ্য সংস্থা বা গবেষকরা বলছে
এর উৎপত্তি বাদুড়।
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে চোখ-মুখ ঢাকো,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকো।
কাজের ফাঁকে ফাঁকে বাড়াও হাত ধোয়ার প্রবণতা।
তবেই রুখতে পারবা মহামারির বিধ্বংসী ভয়াবহতা।
প্লেগ,কলেরা, বসন্ত দেখেছে বিশ্ব এর মহামারি,
ক্যান্সার, ইবোলা, এইচআইভি এর
যুদ্ধে হয়েছে জয়ী।
স্রষ্টর খেলা আজবলীলা, ধবংসের মাঝে
নতুন জীবন, নতুন সৃষ্টির বার্তা।
ভয় করিস নে, জাগিয়ে তোল তোর মানবতা।