ক্ষমা করি না! আমি ভাইরাস করোনা,
কাউকে ধরলে তাকে আর ছাড়ি না।
জাত-বেজাত গরিব-ধনী,
কারো কাছে নই ঋণী, কাউকে চিনি না।
যতই বলো প্রাণঘাতি মহামারি,
প্রকৃতির অত্যাচারের পাল্লা করেছো ভারি!
রাষ্ট্রযন্ত্র তোমরা যারা করো সন্ত্রাস,
আমি(করোনা) যে তাদের ত্রাস।
আমি অনুজীব ভাইরাস, ছাড়ি না কাউকে;
টুটি টিপে ধরি সবাইকে।
কালে ভদ্রে আসি,
এবার এসেছি করোনা ভাইরাস রূপে,
ভয়ে এখন কেন উঠছ কেঁপে!
তোমাদের ভোগের সম্বল কতই সবল,
দেখেছো! স্বাস্থ্য সেবায় কতটা তোমরা দূর্বল।
আমি মহাবিপর্যয়, মহাতাণ্ডব। করি না করুনা,
আকড়ে ধরে নিয়ে যাই মৃত্যুর দুয়ারে,
কাউকে ছাড়ি না।
হাজার মানুষের ভীড়ে করি উল্লাস,
মানুষের শ্বাসযন্ত্রে, ফুসফুসে করি বসবাস।
আমি নিজে যাই না,
আমাকে স্পর্শ করলেই যাই;
যতই গালি দাও,
মিথ্যা অপবাদ দাও, তাতে নেই ভয়।
দাপিয়ে বেড়াই বিশ্বে,
আজ অণুজীব করোনায় কুপেকাত;
হে প্রভু! এ অভিশাপ দূর করে দাও
আমাদের দাও সুন্দর প্রভাত।
(০৪ মে ২০২০)