উন্নয়নের জলাঞ্জলি যায়
দুর্নীতি সব সুনাম কেড়ে নেয়,
ঐ চামচামি আর চাটার দল
আতঙ্ক ছড়ায় দেখায় বাহুবল।
অস্থির বাজারে মজুতদার লাভবান
কৃষক বা উৎপাদনকারী লোকসান।
জনমনে সবখানে ভয়ভীতি
সর্বগ্রাসী রূপ নেয় দুর্নীতি,
তাই লুটেরা আছে স্বস্তিতে
জনগণ গ্রাম ছেড়ে বস্তিতে।
লোভ-লালসা ধম-কর্ম রাখে দূরে
অবৈধ পথ খোঁজে ঘুরে ঘুরে,
সয়োগ সন্ধানীরা মানে না নিয়ম নীতি
মিথ্যা গুজবে স্বীয় স্বার্থে ছড়ায় ভীতি।
(রচনাকাল: ০১ নভেম্বর ২০১৯)