আমরা এক অদ্ভুত সময় পার করছি!
ভোগবাদী সমাজ আর রাজনৈতিক সুবিধাবাদে
গ্রাস করছে ঐতিহ্য।
নতুন প্রজন্ম ইতিহাস সংস্কৃতিতে
ধস্ নেমেছে দেশত্ববোধ চেতনাতে
ক’জনকে পারছি করতে যোগ্য।
দেশদ্রোহিতার ঘাত-প্রতিঘাতে
অনৈতিক কাজে জর্জরিত দেশ সংঘাতে
আলোকবর্তিকার যাত্রা যাত্রাবিরতিতে।
শত্রুসেনা ঘোরে চারিধারে
স্বজনবেশে আপন স্বজাতিতে
কেউ পাচার করে কেউবা সংঘাতে।
বিশ্বয়াণের গোলক ধাঁধায়
জনগণকে করছে মগজ ধোলই
লুণ্ঠিত বাকস্বাধীনতা।
নীতিহীন শিক্ষার নেতিবাচক শিক্ষা
আঁধারে পারে না দিতে আলোক শিখা
ধ্বংস করছে আমাদের জাতিসত্তা।
তথ্য প্রযুক্তির বিপ্লব
হাতের মুঠোয় সব
সুফল কুফল অন্দর মহলে।
কুফল ছেড়ে সুফলে এসো
জ্ঞানের সাগরে ভাসো
সচেতন হও অহংকার ভুলে।
(১৯ মার্চ ২০১৮)