বাংলার মাটিতে, বাংলার মানচিত্রে
দেখেছি বারবার;
পঁচাত্তর পরবর্তী বাংলার ইতিহাসে
আজব কারবার।
ইতিহাস হননের রাজনীতি,
নীতিহীন নেতার অবিরাম রাজনীতি।
সামরিক শাসনের ভয়াল রূপ,
মুক্তিযোদ্ধা হনন আর
রাজাকার পুনর্বাসনের বিচিত্র রূপ।
মুক্তিযুদ্ধের ইতিহাস পথ হারিয়ে
চলছিল বিপথে।
সেই থেকে চলছে মুক্তিযোদ্ধাদের
নিয়ে ভণ্ডামি,
শহিদ মিনার, স্মৃতিসৌধ আর বঙ্গবন্ধুকে
নিয়ে নোংরামি।
বাঙালির মাটি, বাংলার পতাকা
নিয়ে ষড়যন্ত্র;
চলছে রাজাকার আর তাদের
দোসরদের চক্রান্ত।
ষড়যন্ত্র চক্রান্ত চলছে অবিরাম।
(১০ জানুয়ারি ২০১৩)