বলতে পারো কেউ
ষড়যন্ত্র করে সফল হয়েছে কে!
ষড়যন্ত্র করলে তুমি
ষড়যন্ত্র করলে ষড়যন্ত্রের শিকার হবে যে।
দেখছ তুমি সাময়িক লাভ
ফলটা যে নেয় অন্য কেউ,
যতই ষড়যন্ত্র করো
পাপ ছাড়ে না বাপকে।
অন্যের নষ্ট করলে তুমি
তার খেসারত কিংবা মাসুল দিতে হবে তোমাকে।