বিবেক জাগ্রত করো, উন্নত করো মন;
মানবতার পথে মহানুভবতা করো অর্জন।
আত্মঅহংকারে ধর্মান্ধতা যাও ভুলে,
স্বদেশপ্রেমে জাতিকে জাগাও সবাই মিলে।
দেশের মঙ্গলে স্বদেশপ্রেমে এক হও,
জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ ভুলে যাও।
তোমার দেশ, আমার দেশ, আমাদের বাংলাদেশ;
বিবেক জাগ্রত করে জিজ্ঞেস করো, কেন এ বিদ্বেষ!
রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবি, মহাননেতা;
হিংসা, ঈর্ষা,স্বজনপ্রীতি ভুলে, জাগ্রত করো মানবতা।
(১৩ নভেম্বর ২০১৩)