দু’চোখ আলোয় ভরো জ্ঞানের মশালে,
বিবেক ধর্ম জাগ্রত করো অন্তর বলে।
সোজা পথে হাঁটো অন্ধ গলিপথ ছেড়ে,
মানবতা খোঁজো স্রষ্টার সৃষ্টিতে
মতভেদ ভুলো হানাহানি ছেড়ে!
বিবেক ধর্ম জাগ্রত করো ধর্মান্ধতা ছেড়ে।
তোমর ধর্ম, আমার ধর্ম, মহান ধর্ম
বিবেক ধর্ম।
বিবেকের আলোয় আলোকিত করো দু’চোখ,
সে আলোয় বিবেক জাগবে, পাবে সুখ।
ভুলে যাও দুষমন। ভালোবাসো সৃষ্টিকে,
মনুষ্য বিবেক জাগ্রত করো অন্তর থেকে।
স্বর্গসুখ পারে সৃষ্টিমাঝে
স্রষ্টাকে পাবে আপন কাজে।
(০৫ নভেম্বর ২০১৩)