ওরা বলে, ওদেরটা শ্রেয়
আমি বলি আমারটা;
এই নিয়ে দ্বন্দ্ব সবার
সমস্যায় আছে দেশটা।
বাঙালি না বাংলাদেশী
দ্বন্দ্ব যখন তুঙ্গে,
’৭১ এর পরাজিত শক্তি মুচকি হাসে
চালিয়ে যা আছি তোদের সঙ্গে।
কেউ বলে, ইসলামকে ধবংস করছে
ধর্মীয় লেবাসে ওরা,
দেশপ্রেম নেই, অন্যের অধীনে
থাকটাই শ্রেয় মানে তারা।
আমরা স্বাধীন বীর বাঙালি জাতি,
মহান মুক্তিযুদ্ধে জ্বালিয়েছি বাতি।
এখনও আছে দেশ বিরোধী ষড়যন্ত্রে,
আজও চলছে রাজাকারের বীজমন্ত্রে।
দ্বন্দ্ব এখানে, সংঘাত ওদের সাথে
প্রতিনিয়ত সর্বদায়;
ওরা চায় ষড়যন্ত্রে দেশের অকল্যাণ
আমি চাই বাংলাদেশ থাক মর্যাদায়।
(২৭ জুলাই ২০১৩)