দখলে দূষণে নদ-নদীর করুণ দশা,
কর্ম কোলাহল ব্যস্ত শহরে মানুষে ঠাসা।
জনসংখ্যা বাড়ছে সেই সাথে ঢাকার জনসংখ্যা,
সবশ্রেণি পেশার মানুষের ঢাকায় থাকার আকাঙ্খা।
গ্রাম ছেড়ে ঢাকাতে আসতে পারলেই মুসকির আসান,
আর ফিরতে চায় না, যতই বস্তি উচ্ছেদ করে শাসান।
গাড়ির কালো ধোয়া আর উচ্ছিষ্ট বর্জের দুর্গন্ধ,
বাতাসে শীষার উপস্থিত রোগ ব্যাধিতে দমবন্ধ।
(রচনাকাল: ০৮ এপ্রিল ২০১৯)