সীমিত সম্পদের ভাগ নিতে প্রতিযোগিতায় লিপ্ত,
আমাদের ঐক্য মূলত স্বার্থের কাছে শতধাবিভক্ত।
জটিল সমীকরণ, গণতন্ত্রের বড় শত্রু উগ্র জাতীয়তাবাদ,
আমাদের স্বাধীনতা দিয়েছে উত্তম জাতীয়তাবাদ।
রাষ্ট্রকে সহজে বিপদে ফেলে ভিন্ন মতের উগ্র মতবাদ,
জটিল সমীকরণ, সরকার জনতার মিলিত আঘাত।