লুণ্ঠন করে ছুটে যায় লাল বর্ণমালার আড়ালে,
দীর্ঘ লঘুচাপে কালো বিড়াল ছোটে পালাবদলে।
জনতার হুঙ্কার মায়ার ঐ বসন্ত বিপ্লবের দিনে,
পুঁজিবাদের আড়ালে অলঘ্য দেনা বাড়ে ঋণে।
সামষ্টিক মূল্যবোধ থাকে জাতীয়তাবাদের চেতনায়,
লোভ-লালসার কাছে নীতি-নৈতিকতা সবই হারায়।