রাষ্ট্র সমাজে মানবতা আজ সভ্যতার সংকটে
ধ্বংস-শান্তির খেলা চুক্তির বাহুতলে বটে।
গভীর দেশত্ববোধ দীপহীন অন্ধকারে চলা,
মায়াবী আয়না খসে পড়ে ছদ্মবেশের খেলা।
মানব বসতি অন্তরঙ্গে ক্ষীয়মান মূল্যবোধ,
বেকারত্বের চাপা ক্ষোভে নগ্ন থাবার প্রতিশোধ।