সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্বের বাংলাদেশ,
কিছু সংখ্যক দূর্বৃত্তের হাতে নিমিষে ধুলোয় শেষ।
মানুষরূপী নরপশুর হাতে,
ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে, অধর্মের কাজ তার সাথে।
মিথ্যা কুৎসা গুজব রটনা করে নির্ভয়ে,
অন্য ধর্মাবলম্বীদের ঘরবাড়ি, উপাসনলয় জ্বালিয়ে
ধ্বংস করছে সবাই মিলে।
যে ধর্ম শান্তির কথা বলে
যে মানুষ, মানব প্রেমি, স্রষ্টার সৃষ্টি প্রেমি!
যাঁরা স্রষ্টাকে খোঁজে, তাঁরা স্রষ্টার সৃষ্টি প্রেমি।
সে কি অন্যকে জ্বালিয়ে ধ্বংস করতে পারে?
মানুষ অমানুষ হলে এমন কাজ করতে পারে।
এরা মানব প্রেমি নয়, এরা মানবতার শত্রু!
লেবাসে পোশাকে ধ্বংস করছে সাম্য মৈত্রী।
এরা নরপশু হিংস্র হায়েনা জানোয়ার
যার উদাহরণ- রামু, সাতক্ষীরা, হাটহাজারী,
যশোরের জয়পুর। হায়রে সম্প্রীতির দেশ!
হায়রে মানবতা! ধুলোয় লুণ্ঠিত সম্প্রীতির বেশ।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে শত্রু ঢুকেছে,
সারাদেশে অস্থিরতায় বিচলিত করে তুলেছে।
অস্থিরতায় গ্রাস করছে সাম্প্রদায়িক সম্প্রীতি,
হিংসার আগুন জ্বালিয়ে সর্বত্র ছড়াচ্ছে ভীতি।
মানবতা না জাগলে অস্থিরতায় ভুগবে শেষে,
তাইতো বিশ্বে সংখ্যালঘুরা নির্যাতিত সবদেশে।
(২৭ নভেম্বর ২০১৩)