বর্ষা এলেই জলে ভেজার গান
ধরিত্রী ডালিম দানার মতো জেগে ওঠে
শাপলা মধুঝরায় সরোবরে
দূর্যোগ ছড়িয়ে কলঙ্ক ধুয়ে দেয় বন্যা জলে
কি ভয়ঙ্কর এ আগস্ট মাস তাই না!
খুনিরা ক্ষেপেছে গুজব ছড়িয়ে, ইদানিং ধর্ষকেরাও
মানুষ নামের অমানুষগুলো, কলঙ্ক তারা সমাজের
কুকুর কিংবা শুয়োরের চেয়েও অধম,
ধ্বংস করছে মানব চরিত্র, তারা কুচনী।
পতিতালয় ছেড়ে বেরিয়েছে জনসম্মুখে।
তুমি সত্যের কাছে যাও, বিবেক চরিত্র বদলাও
তুমি তো আজ অধঃপতিত! কি শিক্ষা দাও জাতির!
তোমার থেকে কি শিখবে সমাজ!
বিবেক জাগাও সমাজের দূর্গন্ধ দূর করো
মানবতাকে বাঁচাও সুবাস ছড়াও।
(রচনাকাল: ২০ আগস্ট ২০১৯)