যাসনে বাবা আমায় ফেলে
দূর অজানার দেশে,
থাকব সবাই সুখে-দুখে
বাংলার সবুজ দেশে।
আয়রে ফিরে সোনা-মানিক
আয়রে ফিরে আয়,
আমার দেশের যাদুমণি আয়
থাকবি মায়ের চোখের তারায়।
যাসনে খোকা দূর অজানায়
দূর দেশেতে আর,
স্বাধীন দেশটা গড়ে
মাথা উঁচু করে দাঁড়াতে পারি আবার।
(১৪ আগস্ট ২০১৩)