সুপ্রভাতের দিকে আমাদের অর্থনীতি,
            সমাজ সংস্কারক কাজ করে দৃঢ়প্রত্যয়ে।
ভালোবাসো জাতিকে, দেশপ্রেমি হও কাজে,
           দুঃসময়ের গ্লানি ভুলে, জাগো সমাজে।
কাজ করো মাঠে, ময়দানে, কর্মক্ষেত্রে
             জাতির যে কোন ক্রান্তিকালে একত্রে
এক হও মতাদর্শ ভুলে
             বাংলার পতাকা তলে।
দুর্দিন  কেটে যাবে, সুদিন আসবে ফিরে
              শিশির ছুঁয়ে যাবে আমাদের প্রভাতে।
বাংলার কৃষক আমাদের মুক্ত অর্থনীতি,
          সুপ্রভাত আসবে, কাটবে আর্থিক ভীতি।


(৩১ জানুয়াবি ২০১১)