হলুদ আবিরে ভরে উঠেছে সারা মাঠ,
সোনালী ধান ক্ষেতের ধান কাটা শেষে
হলুদ সর্ষেফুলে ভরেছে সবুজ মাঠ ।
আলে অথবা ক্ষেতের মাঝে মাঝে
ঝাঁকড়া চুলে এক পায়ে মাথা উঁচু করে
খেজুর গাছের সারি দাঁড়িয়ে আছে।
কোথাও আধো ডোবা জলাশয়ের মাঝে
মুখ তুলে আছে নীল সাদা লাল শাপলা ফুল।
মাছরাঙা এক নিরিকে বসে আছে ডালে
এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক জলে।
মৌমাছি গুঞ্জরিয়া ফুল থেকে ফুলে
খেজুর রসের মধু শুষে ওঠে দুলে,
আপন ঠিকানায় ছোটে মৌচাকে
প্রকৃতি প্রেমিরা রূপ সমাহারের ছবি আঁকে।
মাঠ ভরেছে হলুদ সর্ষে ফুলে
কলমি ফুল দোলে ডোবা জলে।
হলুদ মাঠের শীত কুয়াশার মাঝে
কৃষক ছোটে নিত্য আপন কাজে।
শিশির ভেজা সর্ষেফুলে সকালের সোনালী আলো,
মুক্তোর মতো ঝলমল দৃশ্য লাগে ভালো।
কৃষকের পায়ে চুমু দেয় অপরূপ দৃশ্য,
ঋতুবৈচিত্রে বাংলার প্রকৃতি করে আকৃষ্ঠ।
শিশির ভেজা সর্ষেফুলে ভরে গেছে মাঠ,
অপরূপ! রূপের সমাহার বাংলার মাঠ।
বাংলার মাঠ কখনো হলুদ, কখনো সবুজ
কখনো রুক্ষ্ম শুষ্কে ভরা, কাঁপে বন্যা জলে।
ঋতুরাজ বসন্ত রূপের অপরূপ সমাহার ,
প্রকৃতি যেন তারই রূপের মণিহার।
(১৪ ডিসেম্বর ২০১২)