শীতল বায়ুর পাতাঝরা ভোরে
জাপটে ধরে কুয়াশা,
ঠক্ ঠক্ করে কাঁপে কাজের ছেলেটি
চাহনিতে এক বুক হতাশা!
ছায়াছন্ন শীতল বাতাস সর্বনাশ
এরই মাঝে যোগাসনে বসেন গৃহকর্তা।
আনন্দ বায়ু উদগীরণে ব্যস্ত
সভ্যতার চোখ তাইতো বিব্রত!
শীত কুয়াশায় জাপটে ধরে ছেলে
একা একা হেঁটে চলে,
সর্বনাশা শীতল বায়ুর মাঝে ধায়
শীত তার পূর্ণতা ফিরে পায়।
যোগব্যামে খক্ খক্ কাশি দেয়
গৃহকর্তা এরই মাঝে উষ্ণতা পায়।
অস্থির বুকে ছেলেটির সর্বনাশ হয়
ভোরের শীতল বাতাস বয়ে যায়।
(০৯ জানুয়ারি ২০১২)