দেখেছি সেদিন তাকে
চোখেতে ছিলনা জল,
অবাক বিস্ময়ে তাকিয়ে ছিল
চোখেতে ছিলনা পলক।
আমায় ডেকেছিল ঈশারায়
মনের ভাষায়, চোখের তারায়।
শুনেছি তার চোখের কথা
অজানা আকুতি ব্যথা,
তবু চোখেতে ছিলনা পলক
শাড়ির আঁচলে মুখ ঢেকে
কি যেন বলল ঈশারায় ডেকে,
অনুভূতিতে ছিল ব্যাকুল আকুতি
চোখের ভাষায় না বলা কথার স্মৃতি।
(১৬ ডিসেম্বর ২০১৬)