আমরা আছি চোরাবালির ফাঁদে,
আলেয়ার মাঝে গোলক ধাঁধায়,
একই জায়গায় ঘুরপাক খাচ্ছি,
রাজনৈতিক অস্থিরতায়।
বুদ্ধিজীবি, সুশীল সমাজ আর
শহরের নামিদামি লোক,
প্রতিদিন করে টকশো (কথার বাহার)
আর রাজকীয় ভোগ।
আদর্শ-দর্শণ চেতনায় অগ্রসর হতে হবে
মনীষিদের দেখানো পথে,
সমাজ পরিবর্তনে কাজ করতে হবে
দুঃখী মানুষের সাথে।
প্রগতিশীল চিন্তা-চেতনায়, সৃজনশীল
কাজে হতে হবে সৎ ও সাদা,
রাজনৈতিক অস্থিতিশীলতাই
অর্থনৈতিক মুক্তিতে বড় বাঁধা।
সামাজিক মূল্যবোধ লেশ মাত্র নেই।
দুর্ভাগ্য আমাদের!
হিংসা-বিদ্বেষ-বিভেদে ভরপুর
রাষ্ট্র-সমাজ তথা প্রতিটি ঘরে।
প্রগতিশীল চিন্তা-চেতনায় থাকতে হবে
প্রেম, মহব্বত আর সহমর্মিতা,
তবেই সমাজ পরিবর্তন করতে
পারবে জনতা, ঘুচবে ব্যর্থতা।
(১৩ ডিসেম্বর ২০১১)