ভাষণে-শোষণে-মিটিং-এ আছি
অঙ্গিকারের রাজনীতিতে,
বাস্তবায়ন দূরে থাক!
আছি আমরা আখের গোছাতে।
কার দোষ কে ধরে ! আজ ও, কাল আমি;
যা পারো লুটে পুটে নাও। করো জন সমিতি।
দোষ দাও আমলাদের আর চালাও ভাষণ,
সুযোগ বুঝে রীতিমতো করো সবাই শোষণ।
আমরা সাধারণ জনগণ দেশের ভালো চাই,
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আর শান্তিতে থাকতে চাই।
রাজনীতির যাতাকলে আমরা চোরাবালির ফাঁদে!
আশাভঙ্গের মাঝে সমাজের সাধারণ মানুষ কাঁদে।
হতাশার বুকে আশার আলো জাগায় তুললে সবে ,
প্রগতিশীল চিন্তা-চেতনায় অগ্রগতি তবেই হবে।
রাজনৈতিক আচরণে সহমর্মিতা
দেখিনা রাজনীতির অঙ্গনে,
আদর্শচ্যুত রাজনৈতিক সংস্কৃতি ব্যর্থ,
আমাদের প্রত্যাশা পূরণে।
দুর্নীতি-কলুষিত-বিকারগ্রস্থ রাজনীতির
যাতাকলে সমাজ চোরাবালির ফাঁদে,
সমাজের মুক্তচিন্তা-চেতনা,
মুক্তবুদ্ধির বিবেক তাই কাঁদে।
আদর্শচ্যুত বুদ্ধিজীবি, প্রতিক্রিয়াশীল
রাজনীতিতে বড় বেশি ভয়!
রাজনৈতিক ক্ষমতার বিত্তবৈভব আর
ক্ষমতাবান হওয়া কাম্য নয়।
কালোটাকা, অবৈধঅস্ত্র, মাস্তানি,
দুর্নীতি সামাজিক অবক্ষয়,
ক্ষমতার মোহে রাজনৈতিক সংকটে
অর্থনীতি যায়যায়।