প্রগতিশীল চিন্তা-চেতনায়
অগ্রগতি ঘটাতে হবে আমাদের,
তবেই, পরিবর্তন ঘটাতে পারব
আমরা আমাদের সমাজের।
আমরা ভাবি আনেক কিছু কিন্তু
চিন্তা চেতনায় মিল নাই কোন কিছু!
আমাদের কথা, কাজের যোগ্যতা
থাকলেও স্বাভাব চরিত্র নীচু।
আমরা সাধারণ মানুষ
স্বস্তি আর শান্তিতে থাকতে চাই,
প্রত্যাশার মাঝে হতাশা,
অশান্তি, অস্বস্থি পিছু ছাড়ে নাই।
আমাদের সংস্কৃতি এখন
রাজনৈতিক রেষারেষি,
নিজের কাজ ছেড়ে অন্যের
সমালোচনায় পারদর্শী।
আমরা নিরাশা, হতাশা, দুর্নীতির
মাঝে খাচ্ছি হাবুডুবু;
বারবার পরিবর্তন, অসংগতি।
আমরা হচ্ছি কাবু।
ভাষণে-শোষণে-মিটিং-এ আছি
অঙ্গিকারের রাজনীতিতে,
বাস্তবায়ন দূরে থাক!
আছি আমরা আখের গোছাতে।