পালিয়ে গেলো তেপান্তরে
দুষ্ট ছেলের দল,
বৃষ্টি ভেজা পথের ধারে
খেলছিল ফুটবল।
আম বাগানের খেজুর তলায়
পুকুর পাড়ে দক্ষিণ হাওয়ায়,
বানর খেলায় যাত্রাদল
ছুটছে তবু দুষ্ট ছেলের দল।
বইগুলো সব ছুড়ে ফেলে
হারিয়ে গেলো বৃষ্টি জলে,
হলুদ আভা আমের গায়ে
ঢিল ছুড়ছে ভয়ে ভয়ে।
আম মালিকের তাড়া খেয়ে
তেপান্তরে যায় পালিয়ে।
মেঘ-বৃষ্টি আলোর দেশে
বৃষ্টি ভেজা আপন বেশে,
যায় পালিয়ে
যায় হারিয়ে।
একটু পরে পুকুর পাড়ে
শিয়াল মামা চুপি সারে,
এদিক সেদিক তাকিয়ে আসে
গৃহস্থলির মুরগী লোভে।
বৃষ্টি ভেজা দুষ্ট ছেলে
তাই না দেখে লাফিয়ে চলে,
শিয়াল মামার পিছু ধরে
মাঠ-নদী-বন ডিঙ্গিয়ে পরে,
সন্ধ্যাবেলা বাড়ি ফেরে
মায়ের আদর বকায় ধরে,
বলে সবাই, চললে এবার চল
বইয়ের খোঁজে চল।
(০৬ মে ২০১১)